২৮ দিনের রিমান্ডে সাহেদ
দ্য রিপোর্ট প্রতিবেদক: রিজেন্ট কেলেঙ্কারির হোতা মোহাম্মদ সাহেদকে ২৮ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পৃথক ৪টি মামলায় তাকে ১০ দিন করে মোট ৪০ দিন রিমান্ডে চেয়েছিল পুলিশ। আদালত এর মধ্যে টি মামলায় ৭দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত যে, ১০ দিনের রিমান্ড শেষে আজ রোববার সাহেদকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। সেখানে পুলিশ তাকে ৪০ দিন রিমান্ডে নেয়ার আবেদন জানায়। অন্যদিকে সাতক্ষীরায় অস্ত্র মামলায় তার ১০ দিনের রিমান্ডের আবেদন করবে র্যাব।
প্রসঙ্গত যে, রিমান্ডে বিভিন্ন প্রতারণার কথা সাহেদ স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। আটকের পর রিমান্ডের ১০ দিনের মধ্যে গোয়েন্দা পুলিশের কাছে ৬ দিন ছিল সাহেদ। পরে র্যাব এর কাছে মামলা হস্তান্তর হলে বাকি ৪ দিন জিজ্ঞাসাবাদ করে র্যাব।
(দ্য রিপোর্ট/আরজেড/২৬জুলাই, ২০২০)