চট্টগ্রামে সেপটিক ট্যাংকে ২ যুবকের মৃতদেহ
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের ষোলশহরের দুই নম্বর গেট এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে সোমবার সকালে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- এমইএস কলেজের ছাত্রলীগকর্মী কামরুল ও তার বন্ধু ফোরকান।
নগর পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান, খবর পেয়ে সেপটিক ট্যাংক থেকে ওই দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিষটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনার জের ধরে সকাল ১১টা থেকে এলাকার এমইএস কলেজের ছাত্ররা ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ১০-১৫টি যানবাহন ভাঙচুর করেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
দুপুর ১২টার দিকে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি শান্ত করলে যানবাহন চলাচল শুরু হয়।
নিহত কামরুলের মা ইসমত আরা জানান, দুই দিন আগে অজ্ঞাত ফোনকল পেয়ে কামরুল বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এসবি/এজেড/মার্চ ১৭, ২০১৪)