বিয়ে করলেন সংগীতশিল্পী কর্নিয়া
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিয়ের কার্ড-ভেন্যু সবই চূড়ান্ত। কিন্তু করোনার কারণে গত চার মাস আটকে ছিল সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়ার বিয়ে।
অবশেষে সব বাধা উপেক্ষা করে প্রিয় মানুষের গলায় মালা পরালেন এই শিল্পী। গতকাল (২৭ জুলাই) বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন। বর মিউজিশিয়ান নাবিল সালাহউদ্দিন। এ তথ্য জানিয়েছেন কর্নিয়া।
সবার কাছে দোয়া চেয়ে কর্নিয়া বলেন—আল্লাহর রহমতে দুই পরিবারের সম্মতিতে শুভ কাজটি শেষ করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
চার বছর ধরে একসঙ্গে কাজ করছেন কর্নিয়া নাবিল সালাহউদ্দিন। সেখান থেকেই পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা ও ভালোলাগা তৈরি হয়। এরপর বিষয়টি দুই পরিবারকে জানান। সর্বশেষ দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করলেন তারা।
২০১২ সালে পাওয়ার ভয়েস প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্স আপ নির্বাচিত হন কর্নিয়া। মূলত এই গানের প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসেন তিনি। তারপর থেকে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন এই শিল্পী।
(দ্য রিপোর্ট/আরজেড/২৯জুলাই, ২০২০)