রিয়ার বিরুদ্ধে যে ১৫ অভিযোগ সুশান্তের বাবার
দ্য রিপোর্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দেড় মাস পর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা। পাটনার রাজীব নগর থানায় রিয়ার বিরুদ্ধে ১৫ দফা অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং। অভিযোগগুলো হচ্ছে-
১. রিয়ার সঙ্গে দেখা হওয়ার পরই সুশান্ত মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। রিয়ার সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত সুশান্ত ভাল ছিলেন।
২. নিজের পরিচিতি বাড়ানোর জন্য সুশান্তকে ব্যবহার করতেন রিয়া।
৩. সুশান্তের মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন রিয়া। ফলে সুশান্ত যখনই কোনও ছবির প্রস্তাব পেতেন, সেই ছবিতে নায়িকার ভূমিকায় তাকে নেয়ার জন্য রিয়া জোর করতেন।
৪. সুশান্তের অর্থ পুরোদমে ব্যবহার করতেন রিয়া। এমনকী, সুশান্তের ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে সেখান থেকে অর্থ তুলে নিতেন রিয়া।
৫. সুশান্তকে অত্যধিক মাত্রায় মানসিক অবসাদের ওষুধ খাওয়াতেন রিয়া। ২০১৯ সালে সুশান্তের ওষুধ খাওয়ার মাত্রা বেড়ে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তার ডেঙ্গু হয়েছে বলে পরিবারকে জানান রিয়া।
৬. রিয়া ক্রমাগত সুশান্তকে ব্ল্যাকমেইল করতেন। যা সহ্য করতে না পেরে সুশান্ত আত্নহত্যা করেছে।
৭. অভিনয় ছেড়ে কৃষি কাজ শুরু করতে চেয়েছিলেন সুশান্ত। কিন্তু রিয়া তাকে করতে দেননি।
৮. সুশান্তের মানসিক অবসাদের প্রেসক্রিপশন সংবাদমাধ্যমের সামনে ফাঁস করে দিয়ে তাকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন রিয়া।
৯. সুশান্তের ফোনের সিম কার্ড পালটে ফেলেন রিয়া, যাতে পরিবারের লোক তার সঙ্গে যোগাযোগ করতে না পারেন।
১০. সুশান্তের পরিচারকও পাল্টে ফেলেন রিয়া। তার মনোবল ভেঙে দেন বলেও মামলায় দাবি করা হয়েছে।
১১. সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন রিয়া। যাতে কেউ তা না জানতে পারেন, তার ব্যবস্থাও করেন অভিনেত্রী।
১২. রিয়ার পরিবারের লোকরা সুশান্ত বন্দি বানিয়ে রেখেছিলেন বলেও দাবি করেন প্রয়াত অভিনেতার বাবা।
১৩. সুশান্ত মেন্টাল অ্যাসাইলামে যেতে ভয় পেতেন বলেও মামলায় দাবি করা হয়েছে।
১৪. মৃত্যুর কয়েকদিন আগে সুশান্তের ল্যাপটপ, সমস্ত কার্ড, প্রেসক্রিপশন, গয়নাসহ একাধিক মূল্যবান জিনিস নিয়ে অভিনেতার ফ্ল্যাট থেকে চম্পট দেন রিয়া।
১৫. সুশান্তকে ভুল ওষুধ খেতে বাধ্য করতেন রিয়া- এমন অভিযোগও দায়ের করা হয়েছে কে কে সিংয়ের তরফ থেকে।
সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।
(দ্য রিপোর্ট/আরজেড/৩০জুলাই, ২০২০)