বিজরীর বাবা স্বনামধন্য প্রযোজক বরকতউল্লাহ আর নেই
দ্য রিপোর্ট প্রতিবেদক: অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা এক সময়ের জনপ্রিয় প্রযোজক এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক জি এম, মো. বরকতউল্লাহ্ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
বিজরী রবিবার রাতে বাবা বরকতউল্লাহকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে জানিয়ে বলেন, ‘করোনায় আক্রান্ত আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। সকলেই বাবার জন্য দোয়া করবেন।’
রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন বরকতউল্লাহ্ আজ সকালে না ফেরার দেশে চলে যান।
মোহাম্মদ বরকতুল্লাহ নাট্য ও মিডিয়া ব্যক্তিত্ব। বিজরীর মা জিনাত বরকতুল্লাহ দেশের একজন নামি নৃত্যশিল্পী। নৃত্য চর্চার প্রতি বিজরী বরকতুল্লাহ সবসময় গুরুত্ব দিলেও বাবার অনুপ্রেরণায় অভিনয়ে আসেন। ১৯৮৮ সালে বিটিভির ‘সুখের ছাড়পত্র‘ নামের একটি নাটকে শখের বশে অভিনয় করেন। মোহাম্মদ বরকতুল্লাহ প্রযোজিত হুমায়ুন আহমেদ রচিত বিটিভির তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’।
(দ্য রিপোর্ট/আরজেড/০৩আগস্ট, ২০২০)