তামিম মুশফিকদের ক্লাস নিবেন কারস্টেন
দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্ব ক্রিকেটে গ্যারি কারস্টেন পরিচিত এক নাম। অতি পরিচিত বাংলাদেশের ক্রিকেটেও। শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর কারস্টেনকেই দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ দলের কোচিং স্টাফ ঢেলে সাজানোর জন্য। সেই কারস্টেন এবার জুম মিটিংয়ে মুশফিক-মুমিনুলদের সঙ্গী হচ্ছেন।
২০১১ সালে তার অধীনেই ২৮ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতে ভারত। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সহ টাইগারদের বর্তমান বেশিরভাগ কোচিং স্টাফ দক্ষিণ আফ্রিকান। সেই সুবাদে স্বদেশি বিশ্বমানের কোচকে শিষ্যদের অনলাইন সভায় আমন্ত্রণ জানান রাসেল ডোমিঙ্গো।
ডোমিঙ্গোর আমন্ত্রণে সাড়া দেন দক্ষিণ আফিকা ও ভারতের মত দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা কারস্টেন। আগামী বুধবার ক্রিকেটারদের অনলাইন সভায় দেখা যাবে তাকে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, ‘আগামী বুধবার ক্রিকেটারদের সাথে গ্রুপ মিটিংয়ে গ্যারি কারস্টেন যোগ দিবেন।’
দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে ১৪ হাজারের বেশি আন্তর্জাতিক রানের মালিক কারস্টেন কোচ হিসেবেও অবাধ বিচরণ করেছেন। আন্তর্জাতিক কোচ থেকে আইপিএল ও বিভিন্ন ঘরোয়া দলে সফলভাবে দায়িত্ব পালন করেন।
(দ্য রিপোর্ট/আরজেড/০৪আগস্ট, ২০২০)