১০ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু
মুন্সিগঞ্জ প্রতিনিধি: পদ্মায় তীব্র স্রোতের কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে তীব্র স্রোতের কারণে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।
শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানিয়েছেন, শুক্রবার ভোর সাড়ে ৫টায় চারটি ছোট ফেরি চালুর মাধ্যমে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
তিনি জানান, ফেরিতে করে অনেকে নদী পার হচ্ছেন। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় তেমন গাড়ি নেই। তবে কাঁঠালবাড়ি ঘাটে যাত্রীদের ভিড় রয়েছে।
বর্তমানে এক নম্বর ফেরিঘাট দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করছে ফেরিগুলো। এছাড়া সকাল থেকে লঞ্চ চলাচল করছে।
(দ্য রিপোর্ট/আরজেড/০৭আগস্ট, ২০২০)