বৈরুতে আহত বাংলাদেশিদের দূতাবাসে যোগাযোগের আহ্বান
দ্য রিপোর্ট ডেস্ক: বৈরুতে বিস্ফোরণে আহত যেসব বাংলাদেশি চিকিৎসার সুযোগ পাচ্ছেন না তাদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দূতাবাসের এক বার্তায় এই আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, ‘গত ৪ আগস্ট বৈরুত পোর্টে বিস্ফোরণের ঘটনায় যারা আহত হয়েছেন কিন্তু এখনও কোনও হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না, তারা দূতাবাসে যোগাযোগ করতে পারেন।'
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘এখনও কয়েকজন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আপনাদের পরিচিত কেউ যদি এখনও কোনও হাসপাতালে চিকিৎসাধীন থাকে, তাহলে দূতাবাসকে জানান।’ এ জন্য দূতাবাসের হেল্পলাইন নম্বরে (+৯৬১-৮১৭৪৪২০৭) যোগাযোগ করা যাবে।
ভয়াবহ এই বিস্ফোরণে এখন পর্যন্ত মারা গেছেন ১৫৭ জন। আহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও অনেকে নিখোঁজ রয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
(দ্য রিপোর্ট/আরজেড/০৮আগস্ট, ২০২০)