চট্টগ্রামে ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের ব্যাটারি গলির ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা লাশটি উদ্ধার করে।
প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান জানান, সকালে ডাস্টবিনের আবর্জনা পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নকর্মীরা নবজাতকের লাশটি দেখতে পায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসি। পরে পুলিশকে অবগত করে নগরীর আরেফিন নগরে লাশটি দাফন করা হয়েছে।
পুলিশের উপকমিশনার বাবুল আক্তার জানান, বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করা হচ্ছে।
তবে এটি একটি খুবই ন্যক্কারজনক ঘটনা।
(দ্য রিপোর্ট/কেএইচ/এমসি/এএইচ/মার্চ ১৭, ২০১৪)