ভারতে করোনা হাসপাতালে আবারও অগ্নিকাণ্ড; নিহত ৭
দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের করোনা রোগীদের চিকিৎসা দেয়া করোনা বা কোভিড-১৯ হাসপাতালে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি’র।
রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ শহরের হোটেল স্বর্ণা প্যালেসে অস্থায়ীভাবে কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, যখন আগুন লাগে তখন হাসপাতালে ৩০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ৭জন রোগীর মৃত্যু হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিরা ভেতরে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে করোনা রোগীদের চিকিৎসা দেয়া একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/০৯আগস্ট, ২০২০)