দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমীর উদ্যোগে “মনিটারি পলিসি ইন কভিড ইরা অ্যান্ড ইটস ফিসক্যাল ইমপ্লিকেশন্স” শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ৮ আগস্ট ২০২০, শনিবার ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম আনুষ্ঠানিকভাবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এর মহাপরিচালক ড. মো. আক্তারুজ্জামান অনুষ্ঠানে সেশন লিডার হিসেবে বক্তব্য দেন। আরো বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার
আলী এবং মোঃ ওমর ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমীর মহাপরিচালক এস. এম. রবিউল হাসান।

অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম, মোঃ সালেহ ইকবাল, এএএম হাবিবুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইন সহ ব্যাংকের
উর্ধ্বতন নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯আগস্ট, ২০২০)