দ্য রিপোর্ট ডেস্ক: করোনার ভ্যাকসিন নিয়ে আসছে একের পর এক সুখবর। এর করোনা বিদায়ঘন্টা নিয়ে আরেক তথ্য দিলেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনা এখন উপসর্গহীন হয়ে পড়ছে। এভাবে খুব শীঘ্রই বিদায় নেবে করোনা।

বস্টন আশ্রয়শিবিরে ১৪৭ জন করোনা আক্রান্তের মধ্যে ৮৮ শতাংশের শরীরে কোনো উপসর্গ পাওয়া যায়নি। অথচ তারা করোনা আক্রান্ত ছিলেন। নর্থ ক্যারোলিনা, আরকানসাস, ওহিও এবং ভার্জিনিয়ায় ৩ হাজার ২৭৭ জন আক্রান্ত হলেও ৯৬ শতাংশ উপসর্গহীন।

এসব তথ্যই গবেষকদের আশা দেখাচ্ছেন। বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী ৪০ শতাংশ করোনা আক্রান্তদের ক্ষেত্রে দেখা গিয়েছে কোনো উপসর্গ নেই। এই রকম উপসর্গহীন করোনাই ধীরে ধীরে ছড়াবে। যার ফলে একসময় করোনার বিশেষ কোনো উপসর্গ থাকবে না। এতেই করোনার প্রকোপ কমার দিকে যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞানী বলেছেন, উপসর্গহীন রোগী বাড়াটা ভালো লক্ষ্মণ। কারণ এই ভাবে ধীরে ধীরে করোনা নিজের কার্যক্ষমতা হারাবে। আর এভাবেই বিদায় নেবে করোনা।

(দ্য রিপোর্ট/আরজেড/১১আগস্ট, ২০২০)