সঞ্জয়ের বাড়িতে আলিয়া-রণবীর, ছবি ভাইরাল
দ্য রিপোর্ট ডেস্ক: ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বর্তমানে মুম্বাইয়ে নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন এই অভিনেতা।
এদিকে গতকাল (১২ আগস্ট) রাতে আলিয়া ভাট ও রণবীর কাপুর সঞ্জয় দত্তের বাড়িতে গিয়েছিলেন। শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতেই তারা সঞ্জয়ের বাড়ি গিয়েছিলেন, না অন্য কোনো কারণ ছিল তা জানা যায়নি।
তবে সঞ্জয় দত্তের বাড়ি থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন রণবীর-আলিয়া। এসব ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
গত ৮ আগস্ট সন্ধ্যায় শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে সঞ্জয় দত্তকে লিলাবতি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১০ আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফিরেন তিনি। গতকাল জানা যায়, ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা।
সঞ্জয় দত্তের পরবর্তী সিনেমা ‘সড়ক ২’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। এর আগে সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেন রণবীর কাপুর।
(দ্য রিপোর্ট/আরজেড/১৩আগস্ট, ২০২০)