বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে সোমবার দুপুরে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নগরীর চান্দগাঁও ও স্টেশন রোডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের হাতেনাতে ধরে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত রফিক, সেলিম ও ওসমানকে ছয় মাস, জলিল, দিদার ও রঞ্জন চক্রবর্তীকে তিন মাস এবং আবুল হোসেন, জসিম ও মুন্নাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মুকুলজ্যোতি চাকমা জানান, কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি কর আসছে।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/এপি/আরকে/মার্চ ১৭, ২০১৪)