দ্য রিপোর্ট প্রতিবেদক: সুপ্রিমকোর্টের এফিডেভিট সেকশনে অভিযান চালিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ রোববার এই অভিযান চালিয়ে ৪৩ জন কর্মচারীকে আটক করা হয়। এর প্রতিবাদে সেকশন ভবন ঘিরে বিক্ষোভ করে কর্মচারীরা। বিক্ষোভের মুখে ৪৩ জন কর্মচারীকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, আজ দুপুর একটা নাগাদ জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বে এই অভিযান শুরু করে পুলিশ। সুপ্রিম কোর্টের ২ নম্বর প্রশাসনিক ভবনে এই ঝটিকা অভিযান পারিচালিত হয়। প্রাথমিকভাবে সেখান থেকে ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়। আটক ব্যাক্তিরা নিজ শাখায় নিজ নিজ দায়িত্ব পালন না করে নিয়মবহির্ভুতভাবে অন্য কার্যক্রমে ব্যস্ত ছিলেন বলে তাদের আটক করা হয়। এরপর অভিযুক্তদের নাম, ঠিকানা সংগ্রহ শেষে তাদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬আগস্ট, ২০২০)