নড়াইলে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
নড়াইল প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জজ কোর্টের সাবেক পিপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ (৬৮) মারা গেছেন।
রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, নড়াইল শহরের আলাদাতপুর (চরেরঘাট) এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ কিছুদিন আগে জ্বর, সর্দিসহ করোনা উপসর্গ দেখা দেয়। পরে নমুনা পরীক্ষা দেওয়ার পর গত ৭ আগস্ট করোনা পজিটিভ আসে। তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ আগস্ট রাজধানী ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়ার পর সেখানে তিনি মারা যান।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।
এছাড়া নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/১৭আগস্ট, ২০২০)