রণবীরের সারা জীবনের হিরো ধোনি
দ্য রিপোর্ট ডেস্ক: গেল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানিয়েছেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। গোটা ক্রিকেটমহল থেকে বলিউড, রাজনীতি থেকে সাধারণ মানুষের মন আবেগে ভাসছে মাহির বিদায় নিয়ে। ধোনি-ভক্ত বলিউড অভিনেতা রণবীর সিংও। ইনস্টাগ্রামে তিনি প্রিয় তারকাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এবার বেশ কয়েকটি এক্সক্লুসিভ ছবি শেয়ার করে তিনি কতটা ধোনি-ভক্ত তা জানালেন।
ধোনির সঙ্গে তোলা তার বেশ কয়েকটি পুরনো ছবি শেয়ার করেছেন রণবীর। একজন ভক্ত হিসেবে তিনি ধোনির কাছ থেকে কতটা অনুপ্রেরণা পেয়েছেন এবং কতটা তাকে নকল করার চেষ্টা করেছেন, এমন নানা কথা লিখেছেন অভিনেতা। রণবীরের বয়স তখন ২২ বছর। সে সময় ধোনির করা একটি বিজ্ঞাপনে তিনি সহ-পরিচালক হিসেবে কাজ করেছিলেন।
রণবীর তখনকার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা জীবনের সেরা উপহার। ২০০৮ সালে তোলা কারজাতের এনডি স্টুডিওতে। আমি ২২ বছরের ছিলাম। সহ-পরিচালক হিসেবে কাজ করতাম। আমি ওই কাজটা করেছিলাম শুধুমাত্র মাহেন্দ্র সিং ধোনি কাজ করবেন বলে। আমি বেশি কাজ করেছিলাম, কিন্তু কম টাকা পেয়েছিলাম। কিন্তু পাত্তা দেইনি। আমি শুধু ও যখন থাকবে তখন থাকতে চেয়েছিলাম।’
রণবীর তার পোস্টে আরও লিখেন, ‘ধোনির সই করা জার্সি ও ক্যাপ আমার কাছে আছে। আমি জাস্ট ওর ফ্যান বয়। ও আমার ‘ব্রান্ড বাজা বারাত’ ছবিটি দেখে বেশ প্রশংসা করেছিল। ধোনি আমার দেখা একজন সেরার সেরা খেলোয়াড়। আমার জীবনকালে ওর কেরিয়ার দেখতে পাওয়ায় আমি সৌভাগ্যবান। খেলার আইকন, আমার সারা জীবনের হিরো।’
(দ্য রিপোর্ট/আরজেড/১৭আগস্ট, ২০২০)