ম্যানইউকে বিদায় করে ফাইনালে সেভিয়া
দ্য রিপোর্ট ডেস্ক: ইউরোপা লিগের রাজা তারা। সেটা আরও একবার প্রমাণ করল সেভিয়া। এক লেগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে উঠে গেল ফাইনালে। রোববার রেহেইনএনার্জি স্টেডিয়ামে সেভিয়ার হয়ে একটি করে গোল করেন সুসো ও লুক ডি জং। ম্যানইউর হয়ে একমাত্র গোলটি আদায় করেন ব্রুনো ফার্নান্দেজ।
রোববার (১৬ আগস্ট) রাতে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল ম্যানইউ। এ সময় মার্কাস রাশফোর্ডকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর এই পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ গোল করে এগিয়ে নেন রেড ডেভিলসদের।
প্রথমার্ধেই গোলটি শোধ করে সেভিয়া। সতীর্থ সের্গিও রেগুইলিওনের ক্রসে ডি-বক্সে থেকে বাঁ পায়ের শটে ডান দিক দিয়ে জালে বল জড়ান স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার সুসো।
বিরতির পর ৭৮ মিনিটে এগিয়ে যায় স্পেনের ক্লাব সেভিয়া। এ সময় লুক ডি জং গোল করে এগিয়ে নেন লা লিগার ক্লাবটিকে। তার গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলে দেয়। সেভিয়াকে পৌঁছে দেন ফাইনালে আর ম্যানইউকে ছিটকে দেন সেমিফাইনাল থেকে।
এর মধ্য দিয়ে চলতি মৌসুমে অন্তত একটি শিরোপা জয়ের যে আশাটুকু ছিল ইংলিশ ক্লাবটির সেটিও শেষ হয়ে গেল।
(দ্য রিপোর্ট/আরজেড/১৭আগস্ট, ২০২০)