দ্য রিপোর্ট ডেস্ক: ১৯৮৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে কম ওভারের টেস্ট। ৩৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে এমন ড্র দেখলো ক্রিকেট বিশ্ব।

সাউদাম্পটন টেস্টে বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ৪৫.৪ ওভার। পরদিন আরো কম, ৪০.২ ওভার। তৃতীয় দিন পুরোটাই যায় বৃষ্টিতে। আর চতুর্থ দিন খেলা হয় মাত্র ১০.২ ওভার। আর শেষ দিনে হয় ৩৮.১ ওভার।

সব মিলিয়ে ৫ দিনে খেলা হওয়ার কথা ছিল ৪৫০ ওভার। কিন্তু হয়েছে মাত্র ১৩৪.৩ ওভার।

এক উইকেট হারিয়ে ৭ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল ইংল্যান্ড। সেখান থেকে পঞ্চম দিন খেলা শুরু করে। যদিও বৃষ্টির কারণে স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে খেলা শুরু হয়। ইংল্যান্ডের জ্যাক ক্রাউলি সর্বোচ্চ ৫৩ রান করেন। ডম সিবলি করেন ৩২। তারা দুজনই আউট হন মোহাম্মদ আব্বাসের বলে। আর পঞ্চম দিন শেষ হওয়ার ১৫ মিনিট আগে আউট হন অলি পোপ। ৯ রান আসে তার ব্যাট থেকে। অধিনায়ক জো রুট (৯) ও বস বাটলার শূন্যরানে অপরাজিত থাকেন।

ম্যাচ সেরা হন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান আর টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮আগস্ট, ২০২০)