দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই সিনেমার চলচ্চিত্র পরিচালক শাহাদাত খান আজ মঙ্গলবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক গণমাধ্যমকে জানিয়েছেন, আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

শাহাদাত খান বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রের পরিচালক ছিলেন, বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র গুলো মধ্যে অন্যতম শাবানা-ইলিয়াস কাঞ্চন অভিনীত 'অকৃতজ্ঞ', রিয়াজ-পূর্ণিমা অভিনীত 'জামাই-শ্বশুর'সহ 'হৃদয় থেকে হৃদয়'-।

এ নির্মাতার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন চলচ্চিত্রের অনেক নির্মাতা ও তারকা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮আগস্ট, ২০২০)