দ্য রিপোর্ট প্রতিবেদক: শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৪ অক্টোবর।তার এক মাস আগে (২৩ সেপ্টেম্বর) শ্রীলংকা সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা ছিল মুশফিক,তামিম,মুমিনুল,লিটন,সৌম্য,মুস্তাফিজদের।

শ্রীলংকা সফরের শুরুতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে। তাছাড়া টেস্ট সিরিজকে সামনে রেখে বিসিবি'র হাই পারফরমেন্স দলের সাথে বেশ ক'টি অনুশীলন ম্যাচ খেলার কথা বলে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি'র ক্রিকেট অপারেশন্স কমিটি।

তবে বাংলাদেশ দলের শ্রীলংকা সফর পিছিয়ে গেছে। ২৩ সেপ্টেম্বর নয়, বাংলাদেশ দল শ্রীলংকা সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে আগামী ২৭ অথবা ২৮ সেপ্টেম্বর। মঙ্গলবার বিসিবি'র ক্রিকেট অপারেশন্স কমিটির সভা শেষে এই পরিবর্তিত সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিটির প্রধান আকরাম খান- 'আমরা জাতীয় দলের শ্রীলঙ্কা যাওয়ার দিন, তারিখ আর প্র্যাকটিস শুরুর সূচিতে একটু পরিবর্তন এনেছি। পরিবর্তিত সূচি অনুযায়ী এখন জাতীয় দল শ্রীলঙ্কা যাবে ২৭ থেকে ২৮ সেপ্টেম্বর। আর অনুশীলন শুরু হবে ২০ সেপ্টেম্বরের পরে।'

শ্রীলংকা সফরকে সামনে রেখে ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প শুরুর আগে ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফ সবার কোভিড-১৯ পরীক্ষা করাবে বিসিবি। তবে অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক ক্যাম্পের ক্রিকেটারদের মতো বিসিবি একাডেমী ভবনে হবে না কোভিড-১৯ পরীক্ষা। ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়ে কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। তারপর ক্রিকেটারদের হোটেলে উঠিয়ে ক্যাম্প শুরু করবে বিসিবি। আগামী ১৮ সেপ্টেম্বর মুশফিক,তামিম,মুমিনুলদের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন বিসিবি'র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান-

ক্রিকেটারদের বাড়িতে গিয়ে কোভিড পরীক্ষা করা হবে ১৮ সেপ্টেম্বর। আগামী ২০ সেপ্টেম্বরে যাতে ক্রিকেটাররা হোটেলে উঠতে পারে, সে ব্যাপারে ভাবছি। কারণ ক্যাম্প শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে।'

(দ্য রিপোর্ট/আরজেড/১৮আগস্ট, ২০২০)