প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার বৈঠক
দ্য রিপোর্ট প্রতিবেদক: দুই দিনের সফরে বাংলাদেশে আসা ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হয়েছে। মঙ্গলবার রাতে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে হর্ষ বর্ধন শ্রিংলা ছাড়াও বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাসও উপস্থিত ছিলেন।বৈঠক শেষে রীভা গাঙ্গুলী বলেন, দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আলোচনা হয়েছে। এছাড়াও তিনি বলেন যে, বাংলাদেশীদের জন্য জরুরি ভিসা প্রক্রিয়া সহজ করারও আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র সচিব।
উল্লেখ্য যে, দু’দিনের সফরে মঙ্গলবার দুপুরে হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় আসেন। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।
(দ্য রিপোর্ট/আরজেড/১৯আগস্ট, ২০২০)