দ্য রিপোর্ট প্রতিবেদক: বুধবার (১৯ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের শেয়ারে৷ ডিএসই সূত্রে ও তথ্যে জানা গেছে।

এদিন এ খাতের শেয়ারে ৩১৪ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আজকের মোট লেনদেনের ২৭.৩৮ শতাংশ৷

ওষুধ খাতের পরের অবস্থানে রয়েছে ব্যাংক খাত। বুধবার ব্যাংক খাতে ১৬৩ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আজকের মোট লেনদেনের ১৪.২০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা বীমা খাতে ১২৫ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকার বা মোট লেনদেনের ১০.৯৬ শতাংশ হয়েছে৷

চতুর্থ অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। এ খাতটিতে আজ ৮৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা বা মোট লেনদেনের ৭.৬২ শতাংশ হয়েছে। জালানী ও বিদ্যুত খাত রয়েছে পঞ্চম স্থানে। এ খাতের মোট লেনদেনের পরিমাণ ৮৭ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা। যা আজকের মোট লেনদেনের ৭.৬২ শতাংশ৷

(দ্য রিপোর্ট/আরজেড/২০আগস্ট, ২০২০)