দ্য রিপোর্ট প্রতিবেদক: নন্দিত চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ (৭৪) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

গুণী পরিচালক ছটকু আহমেদ নিজেই তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ১২ আগস্ট আমার জ্বর আসে। এরপর জ্বর না কমাতে ১৫ আগস্ট করোনা টেস্ট করাই। ১৬ তারিখ রিপোর্টের ফলাফল পাই যাতে করোনা পজিটিভ আসে।’

তিনি বলেন, ‘জ্বর না সারায় হাসপাতালে ভর্তি হয়েছি। জ্বর ছাড়া আপাতত তার অন্য আর কোনো উপসর্গ নেই।’

‘সত্যের মৃত্যু নেই’খ্যাত এই নির্মাতা দেশবাসীর কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২০আগস্ট, ২০২০)