দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বয়স যেন তার কাছে শুধুমাত্র সংখ্যা মাত্র। যতই দিন যাচ্ছে ততই তার বৃদ্ধি পাচ্ছে সৌন্দর্য। এবার পূর্ণিমা জানান দিলেন সুস্থ থাকার ‘মন্ত্র’।

শুক্রবার সকালে ফেসবুকে সমুদ্র পাড়ের ছবি শেয়ার করে ইংরেজিতে ক্যাপশন লিখেছেন, রোদে থাকুন, সাগরে সাঁতার কাটুন, মুগ্ধ বাতাস পান করুন। এতেই তার ভক্তদের বুঝতে অসুবিধা হলো না তার সুস্থ আর রূপের ঝলকের কারণ।

ভক্তরাও জানান দেন, তারাও তার মতো সুস্থ থাকতে চান।

(দ্য রিপোর্ট/আরজেড/২১আগস্ট, ২০২০)