দুই আসনে উপনির্বাচন: ইসির সিদ্ধান্ত রোববার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা-১৮ ও পাবনা-৪ শূন্য আসনের উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২২ আগস্ট) ইসি সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৬৮তম সভা অনুষ্ঠিত হবে।
ইসি সূত্রে আরও জানা যায়, বৈঠকে উপনির্বাচন ছাড়াও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্থগিত, মেয়াদ উত্তীর্ণ ও শূন্য পদের নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এতে নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), রফিকুল ইসলাম ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর উপস্থিত থাকবেন।
(দ্য রিপোর্ট/আরজেড/২২আগস্ট, ২০২০)