ক্রাউলি-বাটলারের রেকর্ড, পাকিস্তানের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ স্কোর ইংল্যান্ডের
দ্য রিপোর্ট ডেস্ক: নির্বিষ বোলিংয়ে অচেনা পাকিস্তানকে দেখেছে বিশ্ব। প্রথম দিনের শেষ তিন ঘন্টার ব্যাটিংয়ে ইংল্যান্ডের ৫ম জুটির পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্যটা দেখেছে পাকিস্তান। দেখেছে সেদিন তাদের ২০৫ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ।
সেই পার্টনারশিপটা বড় হতে হতে শনিবার টি ব্রেকের কিছুক্ষন আগে থেমেছে।৩ বছর ৭ মাস ১০ দিন আগে ওয়েলিংটনে সাকিব-মুশফিকুর রহিমের কৃতি সাউদাম্পটনে ফিরিয়ে এনেছে দুই ইংলিশ জ্যাক ক্রাউলি-বাটলার।
ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ৫ম উইকেট জুটিতে সাকিব-মুশফিকের রেকর্ড ৩৫৯ রানের সেই জুটিকে শ্রদ্ধা করেই থেমেছে শনিবার ক্রাউলি-বাটলারের পার্টনারশিপ ! ৫ম উইকেট জুটিতে ৪র্থ বিশ্বরেকর্ডে থামলেন তারা সাকিব-মুশফিকের কৃতিকে স্পর্শ করে। এই পার্টনারশিপই পাকিস্তানকে বড্ড ভুগিয়েছে।৫ম জুটিতে ইংল্যান্ডের সর্বোচ্চ এই পার্টনারশিপের কল্যানে ইংল্যান্ড থেমেছে ৫৮৩/৮ ডি. এ। দ্বিতীয় দিন যোগ করেছে ইংল্যান্ড ৪ উইকেটে ২৫১/৪।
৮ম টেস্টে এসে প্রথম সেঞ্চুরি উদযাপনে সাউদাম্পনে প্রথম দিন অবিচ্ছিন্ন ছিলেন জ্যাক ক্রলে ১৭১ রানে। ইনিংসটা টেনে নিয়েছেন ২৬৭ পর্যন্ত।২০১৮ সালে নটিংহামে ভারতের বিপক্ষে ১০৬ ছিল ইতোপূর্বে ৪৭ টেস্টে বাটলারের একমাত্র সেঞ্চুরি। সাউদাম্পটনে পাকিস্তানের নির্বিষ বোলিংয়ে দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসে থামলেন তিনি ১৫২ তে।
রান পাহাড়ে চাপা পড়ে পাকিস্তানকে এখন দৃষ্টি রাখতে হবে ফলো অন এড়ানোর দিকে। তার জন্য প্রথম ইনিংসে করতে হবে ৩৮৪ রান।কাজটা কিন্তু সহজ নয়। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ স্কোরে সিরিজ জয়েই তাই রাখছে চোখ জো রুটের দল। দ্বিতীয় দিন শেষ ৫০ মিনিটে এন্ডারসন তোপে উড়ে গেছে পাকিস্তানের তিন ব্যাটসম্যান-শান মাসুদ (৪),আবিদ আলী (১),বাবর আজম(১১) পাকিস্তানের স্কোর ২৪/৩। উইকেটে আছেন আজহার আলী ৪ রানে। এখানো ফলো অন বাঁচাতে পাকিস্তানের করতে হবে ৩৬০ রান ।
ইংল্যান্ডের পার্টনারশিপে পাহাড় হয়ে দাঁড়ানো ২ ব্যাটসম্যানকে বিচ্ছিন্ন করতে পারেনি পাকিস্তানের নিয়মিত কোন বোলার। আজহার আলীকে আনতে হয়েছে ২ অকেশনাল স্পিনার। ক্যারিয়ারের প্রথম ৭২টি টেস্টে ১৪ ইনিংসে হাত ঘুরিয়ে অফ স্পিনার আসাদ শফিক ছিলেন মাত্র ২ উইকেটের মালিক। ১১ বছর পর টেস্টে প্রত্যাবর্তনে ০ তে থেমে লজ্জা পাওয়া বাঁ হাতি অকেশনাল স্পিনার ফাওয়াদ আলম ক্যারিয়ারের প্রথম ৪ টেস্টে বোলিংই করেননি ! অথচ, এই ২ অকেশনাল বোলারই শনিবার পাকিস্তানের স্পট লাইটে থাকা বোলারদের দিয়েছেন লজ্জা ! পাকিস্তান বোলারদের সামনে পাহাড় হয়ে দাঁড়ানো জ্যাক ক্রাউলিকে ফিরিয়ে দেয়ার দায়িত্বটা নিয়েছেন অকেশনাল অফ স্পিনার আসাদ শফিক। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দিয়ে ট্রিপল সেঞ্চুরিতে চোখ রাখা জ্যাক ক্রাউলি তার শিকার। তার লেগ স্ট্যাম্পের বাইরে পিচিং ডেলিভারিতে প্রলুদ্ধ হয়ে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে স্ট্যাম্পিংয়ে কাঁটা পড়েছেন ক্রাউলি (২৬৭)।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিকে প্রথম ডাবলে রূপ দেয়ায় চোখ রাখা জস বাটলারকে থামিয়ে অভিষেক টেস্ট উইকেট উদযাপন করেছেন অকেশনাল বাঁ হাতি স্পিনার ফাওয়াদ আলম। তাকে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে রিটার্ন ক্যাচ দিয়েছেন বাটলার (১৫২)। ওয়ানডে আমেজে খেলতে থাকা ওকসের ( ৫৪ বলে ৫ চার এ ৪০)উইকেটটিও পকেটে পুরেছেন ফাওয়াদ আলম।
৮ম টেস্টে এসে জীবনের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ট্রিপল সেঞ্চুরিতে রেখেছিলেন চোখ। ২১ বছর ২০১ দিন বয়সে ডাবল সেঞ্চুরিতে ইংল্যান্ডের তৃতীয় সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান থেমেছেন ২৬৭ তে। ৩৯৩ বলে ৩৪ চার,১ ছক্বায় শোভিত ইনিংসে ঢুকে গেছেন তিনি বিশেষ মাইলস্টোনে। জীবনের প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দেয়ার রেকর্ডটা তাকে নিয়ে ইংল্যান্ডের ৬ কৃতিমানের। আর ২১টি রান করতে পারলে ফস্টারের ২৮৭কে টপকে প্রথম সেঞ্চুরিতে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরের রেকর্ডটা করতে পারতেন। তবে ফস্টারকে শ্রদ্ধা রেখেই থেমেছেন জ্যাক ক্রাউলি।
গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ড সফরে টেস্ট স্কোয়াডে জ্যাক ক্রাউলির সুযোগ পাওয়াটা ছিল বড় খবর। ২১ বছর বয়সী ছেলেটি প্রথম শ্রেনীর ক্রিকেটে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি, তারপরও টেস্ট দলে ? এটাই ছিল সে সময়ে মিডিয়ার প্রশ্ন। সেই সফরে হ্যামিল্টনে টেস্ট অভিষেকটাও তার ভাগ্যক্রমে।জস বাটলার ইনজুরিতে পড়লে তার রিপ্লেশমেন্ট হিসেবে ক্রাউলির হয়েছে অভিষেক। অভিষেকটা বর্ণহীন, ১ এবং ৪ রান। এমন পারফরমেন্সে টেস্ট একাদশে ছিলেন আসা-যাওয়ার মধ্যে কেন্টের এই ছেলেটি। প্রথম হাফ সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছে তাকে তৃতীয় টেস্ট পর্যন্ত। এ বছরের শুরুতে জোহানেসবার্গ টেস্টে ৬৬ রানের ইনিংসে নিজেকে চেনানো শুরু তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে তার ৭৬ রানের ইনিংস বাঁচাতে পারেনি ম্যাচ। বেন স্টোকসের বাবা গুরুতর অসুস্থ হয়ে নিউজিল্যান্ডে চিকিৎসাধীন থাকায় ছেলে ছুটি নিয়ে গেছেন বাবার শয্যাপাশে। তাতেই কপাল খুলেছে জ্যাক ক্রাউলির। সুযোগের সদ্বব্যহার করেছেন এই টপ অর্ডার। বৃষ্টি বিঘ্নিত সাউদাম্পটন টেস্টে দেড় দিনের মতো হয়েছে খেলা। ইংল্যান্ড পেয়েছে আধা দিন ব্যাটিং। সেই ম্যাচে হাফ সেঞ্চুরিতে (৫৩) ব্যাটিং সিরিজের শেষ টেস্টের ব্যাটিং প্র্যাকটিসটা করে রেখেছিলেন। সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই তার প্রত্যয়ী ব্যাটিং দেখেছে সবাই।
প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দেয়া ইংলিশ ব্যাটসম্যান ফস্টার,হ্যামন্ড,রব,এডরিক,পেন্টার,ডেভিড লয়েডের কৃতিত্বের পাশে লিখিয়েছেন নাম। ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ানদের লিস্টেও উঠিয়েছেন জ্যাক ক্রাউলি নিজের নাম। ইংল্যান্ডের স্যার লিওনার্দ হাটন ২২ বছর ৫৮দিন বয়সে করেছিলেন ডাবল সেঞ্চুরি ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৩৮ সালে। ১৯৭৯ সালে বার্মিংহামে ভারতের বিপক্ষে ডেভিড গাওয়ার ডাবল সেঞ্চুরি করেছেন ২২ বছর ১১২ দিন বয়সে। সেখানে সাউদাম্পনে পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন ক্রাউলি ২২ বছর ২০১ দিনে।
বাটলারের ইনজুরিতে টেস্ট অভিষেক হয়েছে গত বছর জ্যাক ক্রাউলির। সেই বাটলারকে নিয়ে ৫ম উইকেট জুটিতে সর্বোচ্চ ৩৫৯-এ নেতৃত্ব দিয়েছেন ক্রাউলি। ৫ম উইকেট জুটিতে এর আগে ইংল্যান্ডের রেকর্ড ছিল ফ্লেচার-গ্রেগের ২৫৪।
(দ্য রিপোর্ট/আরজেড/২৩আগস্ট, ২০২০)