ওয়ালটন মাইক্রো-টেকের ডকুমেন্ট হারিয়েছে
দ্য রিপোর্ট ডেস্ক: ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের এক কপি মূল ডকুমেন্ট (পুনঃআমদানির নিমিত্তে রপ্তানি করার অনুমতিপত্র) হারিয়েছে।
ওয়ালটনের ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. নাজমুল হুদা জানিয়েছেন, গত ২২ জুলাই (বুধবার) ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ওই ডকুমেন্টে হারিয়ে যায়। ডকুমেন্টের পারমিট নম্বর ০৭৩৮২২ এবং ০৯৯১৪৫। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানায় ২২ আগস্ট জিডি করা হয়েছে। জিডি নম্বর ১১১৪৮২ ও ১১১১৩৮।
যদি কোনো ব্যক্তি ওই ডকুমেন্ট খুঁজে পান, তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানা: মো. নাজমুল হুদা, ওয়ালটন করপোরেট অফিস, প্লট: ১০৮৮, রোড: ৮০ ফিট (২), ব্লক: আই, বসুন্ধরা আবাসিক এলাকা, পিআইও: খিলখেত, ভাটারা, ঢাকা-১২২৯। মোবাইল নম্বর: ০১৬৮৬৬৯৪৩০৮।
(দ্য রিপোর্ট/আরজেড/২৩আগস্ট, ২০২০)