দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই সিনেমার দুই তরুণ তারকা সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া। দু’জন আলাদাভাবে কাজ করেছেন কয়েকটি সিনেমায়। সাফল্যও পেয়েছেন উল্লেখযোগ্য হারে। এছাড়া তারা বর্তমানে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাতেও একসঙ্গে কাজ করছেন।

এদিকে নতুন একটি প্রোজেক্টে একসঙ্গে হাজির হচ্ছেন সিয়াম ও ফারিয়া। না, এবার সিনেমা নয়। বিজ্ঞাপনের জন্য এক হয়েছেন তারা। মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অপোর বাংলাদেশী শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হচ্ছেন সিয়াম ও ফারিয়া। এই মোবাইল ফোনের হয়েই তারা বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন।

ইতোমধ্যে সিয়াম ও ফারিয়া দুটি টিভিসি ও ওভিসিতে অংশ নিয়েছেন। সেগুলো নির্মাণ করেছেন সামিউর রহমান। শিগগিরই সেগুলো প্রচার হবে।

অপো’র সঙ্গে যুক্ত হওা প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘অপো আমার নিজেরও পছন্দের একটি ব্র্যান্ড। পছন্দের কোনো ব্র্যান্ডের সঙ্গে কাজ করার মজাটা অন্যরকম। আমি চেষ্টা করবো যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে তা সঠিকভাবে পালন করতে। আর এই কাজে নুসরাত ফারিয়াকে সহশিল্পী হিসেবে পেয়েও ভালো লাগছে।

অন্যদিকে নুসরাত ফারিয়া বলেন, ‘অপো এই মুহূর্তে দেশে খুব জনপ্রিয় একটি মোবাইল ব্র্যান্ড। তাদের পথচলায় সঙ্গী হতে পেরে ভালো লাগছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩আগস্ট, ২০২০)