দ্রুত এগিয়ে চলেছে মুজিবনগরের উন্নয়ন কাজ
দ্য রিপোর্ট প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের স্মৃতিজড়িত মুজিবনগরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের আশপাশে সৌন্দর্য বর্ধনসহ পর্যটকদের নানান সুবিধা নিশ্চিত করার জন্য উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে জেলা প্রশাসন এই কাজ বাস্তবায়ন করছে।
স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রবিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড মেহেরপুর জেলার সঙ্গে আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য প্রকাশ করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
তিনি বলেন, মহাপরিকল্পনা অনুযায়ী মুজিবনগরসহ সমগ্র মেহেরপুর জেলার পর্যটন উন্নয়নে করণীয় সব কিছু সম্পাদন করা হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৪আগস্ট, ২০২০)