দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৬০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়েছে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, দর কমেছে ১৭২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৮টির।

মঙ্গলবার ডিএসইতে ৭৮৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৬ কোটি ৬৪ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৭২৯ কোটি ৩৬ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪৫ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১১১টির দর বেড়েছে, কমেছেও ১১১টির। আর ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫আগস্ট, ২০২০)