৫ সেপ্টেম্বর থেকে ১০ দিন আগে মিলবে ট্রেনের টিকেট
দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ৫ সেপ্টেম্বর থেকে যাত্রীরা ভ্রমণের ১০ দিন আগে আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকেট ক্রয় করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যা আগে ছিল পাঁচ দিন। মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, টিকেট রেলের মোবাইল অ্যাপ ও অনলাইনে টিকেট ক্রয় করা যাবে। শারীরিক দূরত্ব নিশ্চিত করার জন্য ৫০ শতাংশ আসনের টিকেট বিক্রি করা হবে। একই সঙ্গে রাত্রিকালীন উচ্চশ্রেণির যাত্রীদের জন্য ট্রেনের ভেতর চাদর-কম্বল ও বালিশ সরবরাহ করা হবে। যা আগে বন্ধ ছিল। এ লক্ষ্যে বিদ্যমান বেডিং চার্জ টিকিটের মূল্যের সঙ্গে যোগ করা হবে।
এছাড়া, বিদ্যমান স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে চা-কফি, বোতলজাত পানি, প্যাকেটজাত খাবার (চিপস-বিস্কুট) ইত্যাদি সরবরাহ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/২৬আগস্ট, ২০২০)