দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এনজিও'র কার্যালয় থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে খবর পেয়ে বাসা নং ৮৫, নাখালপাড়ার লুকাস মোড়ের ৮৫নং বাসার নিচ তলার ওই অফিস থেকে স্বামী আসমত আলী (৪৫) ও স্ত্রী ফারজানার (৩২) মরদেহ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসার মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাদের লাশ পাওয়া যায়। নারীর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পুরুষের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

তেজগাঁও থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন জানান, ৮৫ পশ্চিম নাখালপাড়া উন্নয়ন সংস্থার আশা এনজিওর লোকাল অফিসের ভেতর থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্বামী আসমত আলীর লাশ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী ফারজানার (৩২) মরদেহ মেঝেতে পড়ে ছিল বলেও জানান তিনি।

নিহত আসমত আলীর বাড়ি নরসিংদীতে। তারা এনজিওর পাশেই এক বাসায় বসবাস করতেন। তাদের তিন সন্তান রয়েছে। বড় ছেলের নাম রিফাত তিনি মোটর মেকানিক।

আসমত আলী মাছের ব্যবসা করেন আর স্ত্রী ফারজানা আশা এনজিও অফিসে বুয়ার কাজ করতেন। তারা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হবে। তার আগে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮আগস্ট, ২০২০)