মেসিকে কিনতে পিএসজির কাছে নেইমারের অনুরোধ!
দ্য রিপোর্ট ডেস্ক: সবকিছু ঠিক থাকলে হয়তো দ্রুতই বার্সেলোনার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন লিওনেল মেসি। এ সুযোগে তাকে ভেড়াতে মাঠে নেমেছে বেশ কয়েকটি ক্লাব। তবে বৃহস্পতিবার টুইটে জানান বিইন স্পোর্টসের ক্রীড়া সংবাদকর্মী ত্রানকেদি পালমেরি জানিয়েছেন, পিএসজির কাছে মেসিকে কেনার অনুরোধ করেছেন নেইমার। তবে ফরাসি ক্লাবটি বার্সাকে এখনো প্রস্তাব দেয়নি।
মেসির সঙ্গে এক টানা চার বছর বার্সেলোনায় খেলেছেন নেইমার। স্বাভাবিকভাবেই তাদের বন্ধুত্বটা বেশ গাঢ়। সে সম্পর্কের জেরেই নেইমার তার ক্লাবকে মেসিকে ভেড়ানোর অনুরোধ করেছেন বলে জানান স্কাই স্পোর্টসের প্রধান প্রতিবেদক ব্রায়ান সোয়ানসন। তার টুইট, ‘তাকে (মেসি) সই করানোর জন্য পিএসজিকে অনুরোধ করেছেন নেইমার। এ সপ্তাহে দুজনের মধ্যে কথা হয়েছে। তবে পিএসজি এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি।’
এদিকে ত্রানকেদি পালমেরি মেসির প্রতি পিএসজির আগ্রহ নিয়ে দুটি টুইটের প্রথমটিতে লিখেছেন, ‘পিএসজি মেসিকে জানিয়েছে তারা তার জন্য প্রস্তাব রাখবে।’ আরেক টুইটে বলেন, ‘মেসির ঘনিষ্ঠজনদের সঙ্গে পিএসজি যোগাযোগ করে জানিয়েছে তারাও প্রস্তাব দেবে।’ এদিকে ইএসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে কাল মেসি-নেইমারের মধ্যে ফোনে কথা হয়েছে। শুধু নেইমার নয় পিএসজি মিডফিল্ডার আঙ্গেল ডি মারিয়াও নাকি মেসির সঙ্গে কথা বলেছেন। তবে পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো মেসির সঙ্গে বার্সার চুক্তির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’।
বার্সেলোনার সঙ্গে মেসির সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২১ সালের শেষ দিকে। তার রিলিজ ক্লজ মূল্য ৭০ কোটি ইউরো। এ দামে তাকে কেনার ভাবনা পিএসজির নেই বলেই মনে করছে সংবাদমাধ্যমগুলো। তবে ফ্রি তে কিংবা এর চেয়েও কম দামে মেসির বার্সা ছাড়ার পথ খুললে পিএসজি চ্যালেঞ্জটা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৮আগস্ট, ২০২০)