দ্য রিপোর্ট প্রতিবেদক: মিশাকে কাপুরুষ ও মিথ্যাবাদী এবং জায়েদ খানকে ফাজিল বলে অভিহিত করেছেন চিত্রনায়ক ওমর সানি। চিত্রনায়ক ইমন ও নিরব সঞ্চালিত ‘রেডিও লাইভ’ নামে একটি ফেসবুক লাইভে যুক্ত হয়ে খল অভিনেতা মিশা সওদাগরকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

ওমর সানি বলেন, ‘মিশা আমার বন্ধু। তার অনেকগুণ আছে। কিন্তু সে প্রচুর মিথ্যা কথা বলে। কথা কথায় বলে আমি নামাজ পড়ি, হজ করেছি। আরে আমরা কি হজ করিনি, তুই একাই নামাজ পড়িস, হজ করেছিস। তুই একটা কাপুরুষ। কাপুরুষতা কবে ছাড়বি মিশা?’

ওমর সানি বলেন, ‘আমার শ্যালিকা ইরিন জামানের সদস্যপদ বাতিল করা হলো। আমি মিশাকে বললাম, ইরিনের ব্যাপারটা দেখতে। সে আমাকে বলে আমি তো জানি না, তুই একটু সেক্রেটারির (জায়েদ খান) সাথে কথা বল। আরে ব্যাটা, আমি কেন তোর সেক্রেটারির সাথে বলবো? মিশা আমাদের ফ্রেন্ড সার্কেলের, অথচ একটা সভাপতি পদের জন্য সে কি রকম লালায়িত। এটা ওর কাছে আশা করি না। ১৮৪ জনকে কেন সদস্যপদ থেকে সরানো হলো এই প্রশ্ন করতে সে নির্বিকারভাবে বলল আমি জানি না, এই রকম কাপুরুষতা করে সে।’

অন্যদিকে, জায়েদ খান প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘ও একটা ফাজিল। ফাজলামির একটা সীমা আছে। এখন চলচ্চিত্র সমিতি মানেই জায়েদ খান। নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বলে কমিটির সিদ্ধান্ত। পরকীয়া বা গুঞ্জন সব সময়ই ছিল। কিন্তু এই সময়ে চলচ্চিত্রের মেয়েদের নিয়ে এতো কথা শুনতে হয়। চলচ্চিত্রের মেয়েদের নাঙ্গা করে দিল এই ছেলেটা। ওকে স্যাক (বহিষ্কার) করা উচিৎ।’

এর আগে ইমন ও নিরবের সঙ্গে ‘রেডিও লাইভ’ অনুষ্ঠানটির আনন্দময় এক ঘন্টায় অতিথি হয়ে এসেছিলেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী ও কণ্ঠশিল্পী ইমরান। অভিনেত্রীদের মধ্য থেকে এসেছেন মেহজাবীন চৌধুরী, পূর্ণিমা, নিপুণ, বিদ্যা সিনহা মিম, মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮আগস্ট, ২০২০)