দ্য রিপোর্ট প্রতিবেদক: খ্যাতিমান সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পৃথক পৃথক বার্তা দিয়ে মন্ত্রী পরিষদের আরও অনেক সদস্য শোক প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিশিষ্ট কথা সাহিত্যিক ও খ্যাতিমান সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান মাহমুদ শোকবার্তায় বলেন, রাহাত খান দেশের একজন অনন্য খ্যাতিমান কথাশিল্পী ও সাংবাদিক ছিলেন। ছোটগল্প, উপন্যাস সহ বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গনে ও সাংবাদিকতায় তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়া সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে পৃথক পৃথকভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এবং তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

উল্লেখ্য, শুক্রবার আনুমানিক রাত সাড়ে আটটার দিকে কথাশিল্পী রাহাত খান (৮০) রাজধানীর ইস্কাটন গার্ডেনের নিজ বাসায় অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯আগস্ট, ২০২০)