দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের সিনেমায় অন্যতম জনপ্রিয় তারকা সালমান খান। বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রভাবশালীদের একজন তিনি। ভারতজুড়ে তার কোটি কোটি ভক্ত ছড়িয়ে আছে। যার ফলে সালমান খান যেখানেই উপস্থিত, সেটাই দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে আসে।

সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’। দীর্ঘ দিন ধরে তিনি এই শো সঞ্চালনা করে আসছেন। আগামী অক্টোবরেই শুরু হচ্ছে ‘বিগ বস’-এর ১৪তম সিজন। আর এই সিজনের জন্য তিনি প্রায় ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন!

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিগ বসের এই সিজনের জন্য সালমান খান ২৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। যা বাংলাদেশি টাকায় ২৯০ কোটি টাকার বেশি। কেবল সালমান খান বিধায় এই অংকের পারিশ্রমিক পাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সপ্তাহ হিসাবে সালমান খানের পকেটে ঢুকবে ২০ কোটি রুপির বেশি করে। এর আগে বিগ বসের গত সিজনে সালমান খান প্রতি সপ্তাহে পেয়েছিলেন ১২-১৪ কোটি রুপি।

টিভি পর্দায় যখন সালমানের এই রমরমা অবস্থা, তখন সিনেমায় কাজ অনেকটাই বন্ধ। যদিও তার হাতে একাধিক বড় বাজেটের সিনেমা রয়েছে। এর মধ্যে ‘রাধে’ ও ‘টাইগার ৩’ অন্যতম।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯আগস্ট, ২০২০)