দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে গত ১৫ বছর ধরে নেইমারের সম্পর্কটা খুব ঘনিষ্ঠ ছিল। কিন্তু হঠাৎ করেই এবার সেই সম্পর্কের ইতি টেনে দিয়েছে নাইকি!

নাইকির মুখপাত্র জশ বেনেডেক জানিয়েছেন, ‘আমি নিশ্চিত করছি, নেইমার এখন আর নাইকির অ্যাথলেট নন।’

এরআগে ১৩ বছর বয়সে নেইমারের সঙ্গে প্রথম চুক্তি করেছিল নাইকি। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছর। চুক্তি নবায়নের ক্ষেত্রে আর্থিক মূল্য নির্ধারণ নিয়ে দুই পক্ষের টানাপড়েন শুরু হয়েছিল। ঐকমত্যে পৌঁছাতে না পেরে দীর্ঘদিনের স্পনসর চুক্তি বাতিল করার ঘোষণা দেয় ক্রীড়া পোশাক উৎপাদক প্রতিষ্ঠান নাইকি।

হঠাৎ কী এমন হলো যে দীর্ঘ দিনের সম্পর্কটা ছিন্ন করতে বাধ্য হলো নাইকি? কেউ কেউ বলছে, নেইমার নাকি নাইকির জার্মান প্রতিদ্বন্দ্বী পুমার সঙ্গে চুক্তি করার জন্য আলোচনা করছিলেন। তবে ব্রাজিলিয়ান পত্রিকা ইউওএল জানিয়েছে, নতুন চুক্তিতে নেইমারকে কী পরিমাণ অর্থ দেওয়া হবে, সেই বিষয়েই সমঝোতায় আসতে পারেনি কোনও পক্ষ। জানা গেছে, চুক্তি নিয়ে কয়েক মাস ধরেই দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল।

নেইমার-নাইকির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে। আর এই চুক্তিটি ছিল ১০৫ মিলিয়ন ডলারের। সংবাদমাধ্যমে খবর, পিএসজি তারকা নেইমারের সঙ্গে নাইকির প্রতিদ্বন্দ্বী পুমার সঙ্গে আলোচনা হয়েছে। জার্মানির ক্রীড়া সামগ্রী উৎপাদক প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করতে পারেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। তবে পুমা এখনই চুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০আগস্ট, ২০২০)