দ্য রিপোর্ট প্রতিবেদক: নিষেধাজ্ঞায় থাকা ক্রিকেটার সাকিব আল হাসান মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটায় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফেরেন সাকিব। করোনা টেস্ট ও কোয়ারেন্টাইন শেষে এক সপ্তাহ পর সাভারের বিকেএসপিতে ব্যক্তিগত ট্রেনিং শুরু করবেন এ ক্রিকেটার। 

গত অক্টোবরে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় এক বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। নিষেধাজ্ঞায় এ থাকা ক্রিকেটার মাঠে ফিরতে পারবেন আগামী ২৯ অক্টোবর।

করোনার প্রকোপ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব। সেখানে আগে থেকেই ছিল তার পরিবার। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি হোটেলে ১৪ দিনের আইসোলেশন শেষে সাকিব পরিবারের কাছে যান। সাকিব ও উম্মে আহমেদ শিশির আহমেদের ঘর আলো করে গত ২৪ এপ্রিল এসেছে দ্বিতীয় কন্যা সন্তান। এর আগে তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে অব্রি।

ছয় মাস যুক্তরাষ্ট্রে ছিলেন বাংলাদেশের এ ক্রিকেট তারকা। বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছেন, প্রথমবার এতোটা দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন তিনি।

নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরতে মুখিয়ে সাকিব। এজন্য নিজ উদ্যোগে অনুশীলনের ব্যবস্থা করেছেন। এজন্য নিজের বিদ্যাপিঠ বিকেএসপিকে বেছে নিয়েছেন। বিকেএসপিতে সাকিবের আবাসিক ক্যাম্প হবে। সেখানে তাকে ট্রেনিং করাবেন তার শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দীন।

নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘করোনার যাবতীয় প্রক্রিয়া শেষে সাকিব বিকেএসপিতে যোগ দেবে। এখানে তার ট্রেনিং শুরু হবে। বিকেএসপির সকল সুযোগ সুবিধা সাকিব পাবে। তার জন্য আলাদা একটি পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘদিন বাইরে ছিল। কিভাবে ট্রেনিং করলে দ্রুত আগের অবস্থায় ফিরে যাবে সেভাবেই তার ট্রেনিং চলবে।’

বিসিবির কোনো সুযোগসুবিধা সাকিব ব্যবহার করতে পারবেন না। তবে জাতীয় দলের কোচরা তাকে একাকী ট্রেনিং করাতে পারবেন। সেটাও হতে হবে ক্রিকেট বোর্ডের সুযোগসুবিধার বাইরে।

অক্টোবরে শ্রীলঙ্কা সফরে থাকবে বাংলাদেশ জাতীয় দল। তিন টেস্ট খেলবে স্বাগতিক দলের সঙ্গে। ২৪ অক্টোবর দুই দলের টেস্ট সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার সুযোগ আছে সাকিবের। এ ক্রিকেটারকে শেষ দুই টেস্টে দলে পাওয়ার প্রত‌্যাশায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নাজমুল হাসান বলেন, ‘যখনই তার নিষেধাজ্ঞা উঠে যাবে তারপর-ই সে আমাদের সাথে খেলতে পারবে। আমরা সবাই অধীরে আগ্রহে বসে আছি কবে সে ফিরবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/২ সেপ্টেম্বর, ২০২০)