আপিল করবেন আলীম
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আলীমের আইনজীবী আহসানুল হক হেনা জানান, ‘আমরা আপিল করব’।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রায়ে উল্লেখ করেন, হত্যা, গণহত্যা ও লুটতরাজের মতো অপরাধ প্রমাণিত হলেও বয়স ও পঙ্গুত্বের কথা বিবেচনায় নিয়ে ৮৩ বছর বয়সী আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম সাংবাদিকদের বলেন, এ বিষয়ে এখন কোনো মন্তব্য নেই। পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে।
একাত্তরের মুসলিম লীগ নেতা ও বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে ১৭টি অভিযোগের মধ্যে ১, ২, ৬, ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৪নং অভিযোগ প্রমাণিত এবং বাকি অভিযোগগুলো প্রমাণিত হয়নি বলে রায়ে উল্লেখ করা হয়। এর মধ্যে ৪ ও ৫ নং অভিযোগে প্রসিকিউশন কোনো সাক্ষী না আনায় সেগুলোতে কোনো মন্তব্য করেননি ট্রাইব্যুনাল।
(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/অক্টোবর ০৯, ২০১৩)