দিরিপোর্ট২৪ প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল আলীমের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আলীমের আইনজীবী আহসানুল হক হেনা জানান, ‘আমরা আপিল করব’।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রায়ে উল্লেখ করেন, হত্যা, গণহত্যা ও লুটতরাজের মতো অপরাধ প্রমাণিত হলেও বয়স ও পঙ্গুত্বের কথা বিবেচনায় নিয়ে ৮৩ বছর বয়সী আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম সাংবাদিকদের বলেন, এ বিষয়ে এখন কোনো মন্তব্য নেই। পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে।

একাত্তরের মুসলিম লীগ নেতা ও বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে ১৭টি অভিযোগের মধ্যে ১, ২, ৬, ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৪নং অভিযোগ প্রমাণিত এবং বাকি অভিযোগগুলো প্রমাণিত হয়নি বলে রায়ে উল্লেখ করা হয়। এর মধ্যে ৪ ও ৫ নং অভিযোগে প্রসিকিউশন কোনো সাক্ষী না আনায় সেগুলোতে কোনো মন্তব্য করেননি ট্রাইব্যুনাল।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/অক্টোবর ০৯, ২০১৩)