দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডে ইমরান হাশমিকে বলা হয় ‘সিরিয়াল কিসার’। প্রায় ১৭ বছর ধরেই পর্দায় চুমুর পর চুমু খেয়ে যাচ্ছেন। এত চুমু খেয়ে তার তাঁর ঠোঁট ফুলে গেছে। সেই ইমেজ থেকে বের হতে মরিয়া হয়ে উঠেছেন এই নায়ক। চিট ইন্ডিয়া মুক্তির সময়ে সংবাদমাধ্যমের সামনে এমনই বলেছিলেন ইমরান।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন, আমি চুমু খেতে খেতে ক্লান্ত। কেউ আমার যন্ত্রণা বোঝে না। ভাই, তুমি সতেরো বছর ধরে করে দেখাও। ছবি পিছু কুড়িটা করে চুমু। আমার ঠোঁট ফুলে গেছে।

সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, এমনটা নয় ওই ইমেজের কারণে আমি লাভবান হইনি। আমার বহু ছবি হিট করেছে এই চুমুর কারণেই। অভিনেতাদের সঙ্গে এমনটাই হয়। দর্শকরা লেবেল লাগাতে চায়।

একটা ইমেজ তৈরি হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা যে কঠিন। সে জন্য ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে হবে বলে জানান তিনি। আর তাই একটা সময়ের পর থেকে অন্যান্য ধরনের চরিত্রে দেখা গেছে তাঁকে। একসময় মার্ডার, আশিক বানায় আপনে বা আকসার এর মতো ছবিতে চুম্বন দৃশ্যতে ঝড় তুলেছিলেন তিনি।

সেই সময়ে অত সাহসী দৃশ্যে অন্য কোনও অভিনেতাকে সচরাচর দেখা যেত না। তবে পরে ইমরানও তাঁর ছবির চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। তাই তাঁর ঝুলিতেই রয়েছে আওয়ারাপন, সাংহাই এর মতো ছবি। নেটফ্লিক্সেও বার্ড অফ ব্লাড সিরিজেও তিনি প্রশংসিত হয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/৪ সেপ্টেম্বর, ২০২০)