ইসলামী ব্যাংকের এমক্যাশের মাধ্যমে গার্মেন্টস কর্মীদের বেতন-ভাতা প্রদান
দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেডের মোবাইল ব্যাংকিং “এমক্যাশ” এর মাধ্যমে ১৯ এপ্রিল ২০২০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত পোশাকখাতের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত প্রণোদনা থেকে ২৮৫ কোটি ৪৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। শতাধিক গার্মেন্টস কারখানা তাদের শ্রমিকদের বেতন পরিশোধের জন্য এমক্যাশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে বেছে নিয়েছে। দেশব্যাপী ইসলামী ব্যাংকের ৩৫৭টি শাখা, ৯৮টি উপশাখা, ১২৫৯টি এজেন্ট আউটলেট এবং ৬৬০টি এটিএম/সিআরএম মেশিনের পাশাপাশি এমক্যাশ ও গ্রামীনফোন-মোবিক্যাশের এজেন্ট পয়েন্ট থেকেও এ টাকা গ্রাহকরা উত্তোলন করতে পারছেন।
গ্রাহকদের আধুনিক ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সাথে পরিচিত করতে এমক্যাশের মাধ্যমে প্রদানকৃত বেতনের টাকা এটিএম হতে উত্তোলনের চার্জ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। ফলে গার্মেন্টস শ্রমিকরা সামাজিক দূরত্ব বজায় রেখে ছুটির দিনসহ যে কোন সময় নিরাপদে এটিএম হতে বিনা খরচে বেতনের টাকা উত্তোলন করতে পারছেন। ইসলামী ব্যাংক এমক্যাশ ২০১২ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত পেমেন্ট গেটওয়ে হিসেবে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে।
(দ্য রিপোর্ট/আরজেড/০৩ সেপ্টেম্বর, ২০২০)