দ্য রিপোর্ট প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় পূর্ব ঘোষিত ১৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেসরকারি ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মহামারীকালে ভার্চুয়াল প্লাটফর্মে বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, পরিচালক হাফেজ মো. এনায়েত উল্যা, সেলিম রহমান, লিয়াকত আলী চৌধুরী, আমির উদ্দিন, আব্দুল মালেক মোল্লা, হারুন-অর-রশিদ খান, আনোয়ার হোসেন, বদিউর রহমান, খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আহামেদুল হক, আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, নিয়াজ আহমেদ, মোহাম্মদ এমাদুর রহমান, রফিকুল ইসলাম, এম কামালউদ্দিন চৌধুরী, মাহবুবুল আলম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অংশ নেন।

সভা সঞ্চালনায় ছিলেন কোম্পানি সচিব ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকটি পূর্ববর্তী বছরের তুলনায় ২০১৯ সালে আমানতের ক্ষেত্রে ১১ দশমিক ৬৬ শতাংশ, বিনিয়োগের ক্ষেত্রে ১০ দশমিক ১৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

এছাড়া ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ২০১৯ সালে ২ টাকা ২৮ পয়সায় দাঁড়িয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ সেপ্টেম্বর, ২০২০)