দ্য রিপোর্ট প্রতিবেদক: স্ত্রী-সন্তানসহ করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন ধর্ম সচিব ড. মোহাম্মদ নূরুল ইসলাম। শনিবার দ্বিতীয় দফায় তাদের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

গত ২২ আগস্ট সচিব ও তার স্ত্রীকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দ্বিতীয় দফায় তাদের নমুনা পরীক্ষার ফল নেতিবাচক আসায় হাসপাতাল ত্যাগ করে বাসায় ফিরেন। তাদের ছেলেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনিও সুস্থ হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন শেষে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ধর্ম সচিবের দায়িত্ব পান নূরুল ইসলাম। নবম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। ধর্ম সচিবের পাশপাশি তিনি ঢাকাস্থ রংপুর বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ সেপ্টেম্বর, ২০২০)