বঞ্চিত লিবরা ইনফিউশনের শেয়ারহোল্ডাররা
রেজোয়ান আহমেদ, দিরিপোর্ট২৪ : ঔষুধ খাতের লিবরা ইনফিউশন কোম্পানি কর্তৃপক্ষ বছরের পর বছর রিজার্ভের পরিমান বাড়িয়ে পাহাড় সমান করলেও লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে বঞ্চিত করছেন শেয়ারহোল্ডারদের। তাছাড়া রিজার্ভ অনেক বেশি হলেও কোম্পানির আয়ে তার কোন ইতিবাচক প্রভাব নেই।
১ কোটি ৩০ লাখ টাকার পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে রিজার্ভের পরিমান ১৯৪ কোটি ৬৭ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের চেয়ে ১৫০ গুণ বেশি। রিজার্ভ ১৫০ গুণ বাড়লেও আয় আগের মত থাকায় চিন্তিত বিনিয়োগকারীরা। তাদের মতে, রিজার্ভ পাহাড় সমান করেও যদি তা দিয়ে আয় বাড়ানো সম্ভব না হয় তাহলে রিজার্ভ রাখার দরকার নেই।
বর্তমানে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমানের আশেপাশেও নেই এর শেয়ার দর। শেয়ার প্রতি সম্পদ ১ হাজার ৫৬৫ টাকা হলেও শেয়ার দর মাত্র ৩৯৫ টাকা। যা শেয়ার প্রতি সম্পদের তুলনায় চার ভাগের এক ভাগ। কোম্পানির শেয়ার প্রতি সম্পদের উপর অনেকাংশে শেয়ার দর নির্ভর করলেও লিবরা ইনফিউশনে তার বিন্দুমাত্র প্রভাব নেই।
২০১২ অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ ১ হাজার ৫৬৬ টাকা প্রয়োগ করে আয় করেছে ৪.৬৪ টাকা করে। আর ২০১৩ সালে ১ হাজার ৫৬৫ টাকা ব্যবহার করে আয় করেছে ৪.২১ টাকা। অর্থাৎ রিজার্ভ বিপুল পরিমান থাকলেও তা কাজে আসছে না। পাশাপাশি কোম্পানিটির ইপিএসও আগের বছরের তুলনায় কমেছে।
একই খাতের গ্লাক্সো স্মিথ ১২৩ টাকা শেয়ার প্রতি সম্পদ দিয়ে ইপিএস করেছে ২০.২৫ টাকা ও লভ্যাংশ প্রদান করেছে ১৫০ শতাংশ, স্কয়ার ফার্মা ৬০.৩৩ টাকা শেয়ার প্রতি সম্পদ দিয়ে ইপিএস করেছে ১১.১৩ টাকা ও লভ্যাংশ প্রদান করেছে ৫৫ শতাংশ, অন্য খাতের মধ্যে মেঘনা পেট্রোলিয়াম ৫৭ টাকা শেয়ার প্রতি সম্পদ দিয়ে ইপিএস করেছে ২২ টাকা ও লভ্যাংশ প্রদান করেছে ৭৫ শতাংশ, যমুনা অয়েল ৭০ টাকা শেয়ার প্রতি সম্পদ দিয়ে ইপিএস করেছে ২৯.৬২ ও লভ্যাংশ প্রদান করেছে ৭৫ শতাংশ।
পাহাড় সমান রিজার্ভ থাকলেও বিগত বছরগুলোতে শেয়ারহোল্ডারদের উল্লেখযোগ্য কোনো লভ্যাংশ প্রদান করতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ। বিগত ১২ বছরের মধ্যে তারা সর্বোচ্চ ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যেখানে এর চেয়ে কম সম্পদ দিয়ে আয় বেশি ও লভ্যাংশ বেশি প্রদান করেছে অনেক কোম্পানি। তাছাড়া সেসব কোম্পানির শেয়ার দরও রয়েছে আশানুরুপ।
কোম্পানির সম্পদের তুলনায় আয় খারাপ হওয়ার বিষয়ে জানতে চাইলে কোম্পানি সচিব জাহাঙ্গীর আলম এ বিষয়ে কোন জবাব দিতে অপারগতা প্রকাশ করেন।
(দিরিপোর্ট২৪/আরএ/এআইএম/এমডি/নভেম্বর ১০, ২০১৩)