দ্য রিপোর্ট প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে উপমহাদেশের আধ্যাত্মিক সাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। হিন্দু সম্প্রদায়ের এই তীর্থস্থানে ভক্তের ভিড় লেগেই থাকে। ঈশ্বরের নৈকট্য লাভে আরাধনায় মগ্ন হতে, লোকনাথ ব্রহ্মচারীর চরণে নিজেকে সপে দিতে ভক্তরা দল বেঁধে আশ্রমে আসেন। বারদীর সেই আশ্রম দর্শন করে এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সময় তিনি আশ্রমের জন্য ১২৫টি সিলিং ফ্যান উপহার দেন।

অপু বিশ্বাস বলেন, ‘আমি বাবা লোকনাথের ভক্ত। সেই ভালো লাগা থেকেই সামর্থ অনুযায়ী কিছু উপহার দিয়েছি। কাজটি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। খুব ভালো লাগছে!’

গতকাল (৭ সেপ্টেম্বর) অপু বিশ্বাস মাকে সঙ্গে নিয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে যান। আশ্রমে তাকে স্বাগত জানান আশ্রম পরিচালনা কমিটির আহ্বায়ক অশোক মাধব রায়, সদস্য সচিব শংকর কুমার দে, উপদেষ্টা প্রবীর কুমার সাহা, আয়োজক গৌতম সাহা, অজিত সাহা, সহদেব দাশ শিশিরসহ আশ্রমের কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ সেপ্টেম্বর, ২০২০)