বাফুফে নির্বাচন: সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী মানিক
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। সোমবার দুপুরে মতিঝিলের বাফুফের ভবনে এসে ফরম সংগ্রহ করেন তিনি। ফলে চতুর্থবারের মতো টানা বাফুফে সভাপতি হওয়ার পথে বেশ বড় রকমের চ্যালেঞ্জের মুখেই পড়লেন কাজী সালাউদ্দিন।
হঠাৎ করেই আজ দুপুরে বাফুফে ভবনে এসে সভাপতি পদে ১ লাখ টাকা দিয়ে মনোনয়নপত্র কিনলেন সাবেক এই ফুটবলার এবং কোচ। মানিকের মনোনয়নপত্র কেনার পরই সরগরম হয়ে উঠেছে বাফুফে ভবন। কারণ, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী থাকা মানেই বাফুফে নির্বাচন জমে ওঠার বড় একটা সম্ভাবনা। কোনো প্যানেল থেকে নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানিক সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন- সেটা আপাতত জানা যায়নি।
মনোনয়নপত্র তোলার আগ পর্যন্ত কোথাও মানিকের নাম শোনা যায়নি, সভাপতি পদে নির্বাচন করা তো দূরের কথা। শফিকুল ইসলাম মানিক বর্তমানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। আশির দশকে বাংলাদেশ দলের হয়ে মাঠ মাতানো মানিক মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন হঠাৎ করে উপস্থিত হন। আগামী ৩ অক্টোবর হবে এবারের বাফুফে নির্বাচন।
(দ্য রিপোর্ট/আরজেড/০৭ সেপ্টেম্বর, ২০২০)