সংসদে ৬টি বিলের রিপোর্ট উপস্থাপন
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিলসহ মোট ছয়টি বিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট আজ উপস্থাপন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সভাপতিগণ ও দায়িত্বপ্রাপ্ত সদস্যরা রিপোর্টগুলো পৃথকভাবে সংসদে উপস্থাপন করেন। রিপোর্টে বিলগুলো সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
রিপোর্টের মধ্যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২০-এর রিপোর্ট আনেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল, ২০২০ ও বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল ২০২০-এর রিপোর্ট আনেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০২০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল ২০২০ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল ২০২০-এর রিপোর্ট আনেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ মতিন।
(দ্য রিপোর্ট/আরজেড/০৭ সেপ্টেম্বর, ২০২০)