দ্য রিপোর্ট ডেস্ক: তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মারা গেছেন। মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সিনেমা প্রিয় দর্শকদের পরিচিত মুখ জয় প্রকাশ রেড্ডির (জেপি) মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি খল চরিত্রে যেমন অসাধারণ অভিনয় করতেন তেমনি কমেডিয়ান হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।

‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে তার জন্ম। অভিনয় জগতে প্রবেশের আগে জেপি পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮সেপ্টেম্বর, ২০২০)