দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা জিনিয়াকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার নূর নাজমা আক্তার লোপা তালুকদারের দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালত এই রিমান্ড আদেশ দেন। অপরদিকে, ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়ার আদালত জিনিয়াকে তার মায়ের জিম্মায় দেন।

এর আগে, আসামি লোপাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে মহানগর গোয়েন্দার (ডিবি) রমনা বিভাগ। এ ঘটনায় নূর নাজমা আক্তার লোপা তালুকদার (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ডিবি। এ ঘটনায় সোমবার শাহবাগ থানায় অপহরণ মামলা হয়। মামলাটি গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম তদন্ত শুরু করে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮সেপ্টেম্বর, ২০২০)